,

নবীগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমপি কেয়া চৌধুরী- বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে স্বাস্থ্য কর্মীদের অবদান রয়েছে

উত্তম কুমার পাল হিমেল ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে স্বাস্থ্যকর্মীদেরও অবদান রয়েছে। সরকাররের স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে ঔষধ সংকট নিরসনসহ অচিরেই ৩৫টি কমিউনিটি ক্লিনিকে সৌর বিদ্যুত সংযোগ দিয়ে দৈন্যদশা থেকে উত্তোরন করা হবে। তিনি গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিষ্ট অজিত কুমার দামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হেকিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোপেশ দাশ, মাঠ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দক মিয়া, স্বাস্থ্য সহকারী বিপ্লব দাশ, গোলাম মাওলা, গোলাম মতুর্জা, কাওছার আহমদ, শিরিনা পারভীন, আজমল হোসেন, রবি দত্ত, হোসাইন আহমদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, বিজয় রায়, অঞ্জন পুরকায়স্থ, করগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু দাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, ডাঃ নিজামুল হোসেন, পরিমল মালাকার প্রমূখ।


     এই বিভাগের আরো খবর