,

নবীগঞ্জের মরিয়ম মার্কেটের তালা-চাবি সংক্রান্ত জটিলতা সালিশের মাধ্যমে সমাধান

নবীগঞ্জের মরিয়ম মার্কেটে তালাবদ্ধ দোকান থেকে কম্পিউটার চুরি হওয়ার ঘটনা নিয়ে তালা-চাবি সংক্রান্ত জটিলতা দেখা দেয়। চুরির দিন রাত প্রায় ৯.৩৫ মিনিটের দিকে আমি ইলেকট্রিক মেইকার আরব আলী মার্কেটের গেইটের তালা লাগিয়ে বাড়ীতে চলে যাই। ওই দিন রাতেই ওই মার্কেটের তালাবদ্ধ নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকান থেকে রহস্যজনকভাবে একটি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকানের মালিকের সাথে আমার মনোমালিন্যের সৃষ্টি হয়। কারন ওই মার্কেটের ৩ জন ব্যবসায়ীর চাবি দিয়ে নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকানের তালা খুলত আবার মার্কেটের গেইটের তালাও খুলত। তালাটি ছিলো চায়না কোম্পানীর। নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকানের মালিক শওকতের চাবি ছাড়ায় ওই মার্কেটের ব্যবসায়ী মিয়াধন ও আমার কাছে থাকা গেইটের চাবি দিয়ে ওই তালা খুলে। পরে ঐ মার্কেটের ব্যবসায়ীবৃন্দরা বিষয়টি সমাধানের উদ্দেশ্যে একটি শালিসের উদ্যোগ নেয়। উক্ত সালিশে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, মরিয়ম সুপার মার্কেটের ব্যবসায়ী ও নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ চৌধুরী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, মাহমুদ আলী, শিরাজ, মুজিবুর রহমান, আজিজ, রাসেল, তোফায়েল, ফজলু মিয়াসহ স্থানীয় মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। পরে শালিসানরা বুঝতে পারে চুরি হওয়া দোকানের তালাতে কিছু সমস্যা রয়েছে। এ চুরির ঘটনার সাথে মার্কেটের কোন ব্যবসায়ী জড়িত নয়।

আরব আলী


     এই বিভাগের আরো খবর