,

চুনারুঘাটে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলাধীন খোয়াই নদীর পাকুরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু রাখার অভিযোগে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন। পাকুরিয়া ব্রীজের অনিরাপদ দূরত্ব হতে বালু উত্তোলনকারী মহালদার বিপুল পালকে পঞ্চাশ হাজার জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং গাজিগঞ্জ বাজার সংলগ্ন রাস্তায় বালু রাখার অপরাধে বালু ব্যবসায়ী মোঃ কামাল মিয়াকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্তরা জরিমানা প্রদান করে অব্যাহতি পান । চুনারুঘাট থানা হতে পুলিশের একটি টীম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে ব্রীজের স্বল্প দূরত্বে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তার পাশে বালু রেখে জনগণের অসুবিধা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয় । এই অভিযানে এছাড়াও ০৩ টি ট্রাককে অনিয়মের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


     এই বিভাগের আরো খবর