,

আউশকান্দি স্কুল এন্ড কলেজে মা সমাবেশে ইউএনও – সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার ॥ সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম। একটি পরিবার, সমাজ ও একটি দেশ তখনই এগিয়ে যাবে যখন আপনার ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনা গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উপরোক্ত কথাগুলো বলেন। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী সুহুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদারের পরিচালনায় উক্ত মা সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন। এতে স্বাগত বক্তব্য রাখেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফুুর রহমান। এতে বক্তব্য রাখেন প্রভাষক ফাতেমা মুতালেব তালুকদার, প্রভাষক শাহীন আক্তার, একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম। উক্ত সমাবেশ উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি নুরুল হোসেন খাঁন, সৈয়দ আনহার আলী, আব্দুর রকিব, আব্দুস সালাম, শিক্ষানুরাগী রোকেয়া খাতুন তালুকদার, সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা বেগম সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর