,

আমার সাংবাদিকতা জীবনে কোন সময়ই অন্যায়ের সাথে আপোষ করিনি সব ধরনের ভয়ভীতি লোভ-লালসার উর্ধে থেকে সত্য প্রকাশের চেষ্টা করে যাচ্ছি ———-সাংবাদিক মতিউর রহমান চৌধুরী

আমার সাংবাদিকতা জীবনে কোন সময়ই অন্যায়ের সাথে আপোষ করিনি, সত্য প্রকাশ করতে যেয়ে বহুবার হুমকীর সম্মুখীন হয়েছি, বিভিন্ন সময় পেয়েছি লোভনীয় অফার। সব ধরনের ভয়ভীতি লোভ-লালসার উর্ধে থেকে সত্য প্রকাশের চেষ্টা করে যাচ্ছি। কোন দিনই অন্যায়ের সাথে আপোষ করিনি। এ মন্তব্য প্রবীণ সাংবাদিক দৈনিক মানব জমিন পত্রিকার সম্মাদক মতিউর রহমান চৌধুরীর। গত মঙ্গলবার বিকেলে ইষ্ট লন্ডনের ওয়াটার লিলি সেন্টারে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত সম্বর্ধনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন একজন নবীগঞ্জী হিসেবে আমি সব সময় গর্ববোধ করি। নবীগঞ্জের মানুষ কোন দিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আপনারা আমার জন্যে দোয়া করবেন সৎ পথে থেকে যেন মানুষের সেবা করে যেতে পারি। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী তুহিন চৌধুরী ও অর্গেনাইজিং সেক্রেটারী ফরহাদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন, মতিউর রহমান চৌধুরীর সহধর্মিনী মাহবুবা চৌধুরী, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, নতুনদিন সম্পাদক মহিব চৌধুরী, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর ইউকে বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়ছল চৌধুরী শোয়েব, কাউন্সিলার জিলানী চৌধুরী, বিবিসিএ‘র সেক্রেটারী শাহনূর খান, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একাউনটেন্ট মাহমুদ এ রউফ, সাংবাদিক মখলিছুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলার ফারুক আনসারী, হবিগঞ্জ এসোসিয়েশনের চেয়ারপার্সন এম এ আজিজ, কমিউনিটি নেতা সাজ্জাদুর রহমান, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিষ্টার মাহমুদুল হক, মির্জা তছনু বেগ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর