,

কলেজ ছাত্রী তন্নী হত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিশাল মানববন্ধন ৭ দিনের আল্টিমেটাম ॥ ১৩ অক্টোবর বিক্ষোভ মিছিল- প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বারকলিপি

এম.এ আহমদ আজাদ/মতিউর রহমান মুন্না/জসিম তালুকদার ॥ নবীগঞ্জের আলোচিত তন্নী হত্যাকান্ডের ঘটনা এখন সবার মুখে মুখে। প্রতিবাদী কন্ঠে একটাই উচ্চারণ, ‘তন্নী হত্যার বিচার চাই’। ১৮দিন পেরিয়ে গেলও হত্যাকারী গ্রেফতার হচ্ছেনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রী তন্নী হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চ ব্যানারে আয়োজিত বিশাল মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। ব্যানার ফ্যাষ্টুন নিয়ে সহ¯্রাধিক মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন। নাগরিক ঐক্য মঞ্চের আহবায়ক ও নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও নাগরিক ঐক্য মঞ্চের সদস্য তনোজ রায়, প্রনব দেব, জাহাঙ্গীর বখত চৌধুরী, অলিউর রহমান অলি ও জাকির হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আব্দুল খায়ের, আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইমুদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, হবিগঞ্জ জেলা বাসদের সম্বনয়কারী এড.জুনায়েদ আহমদ, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, চৌধুরী ফয়সল শোয়েব, ইউকে আইটিসি’র অধ্যক্ষ ফয়ছল আহমদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায় ও নিহত তন্নীর পিতা বিমল রায় প্রমূখ। উপস্থিত ছিলেন ভাই বিভাষ রায় ভিবু, মামা ডাঃ সুনীল রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, সিনিয়র সাংবাদিক উজ্জল দাশ, কৃষকলীগের সভাপতি এড. শাহানুর আলম ছানু, সাধারন সম্পাদক বিকাশ রায়, উজ্জল দাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিনুর রহমান সুমন, পৌর সভাপতি মাজহারুল ইসলাম অপু, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, প্রভাষক অসীম কুমার রায়, সার্কেল এর পরিচালক সাইফুর রহমান খান, কবি আপ্তাব আল মাহমুদ, মাওলানা আব্দুর রকিব হক্কানী, সাংবাদিক এম, মুজিবুর রহমান, কিবরিয়া চৌধুরী, জাকিরুল ইসলাম চৌধুরী ও ছনি চৌধুরী, আব্দুল মুহিত রাসেল প্রমূখ। সভায় ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলা হয় এর মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে আগামী ১৩ অক্টোবর বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করে দ্রুত বিচার সম্পন্ন করা এবং ২০ অক্টোবর মহা সমাবেশ করার ঘোষনা দেয়া হয়। এছাড়া সিলেটের কলেজ ছাত্রী খাদিজা উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মানববন্ধনের অংশ গ্রহনকারী সংগঠনগুলো হলো, উইম্যান্স আইডিয়াল কলেজ, ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রী বৃন্দ, ইউকে আইসিটি, সার্কেল শিক্ষা প্রতিষ্ঠান, ফিউচার গ্র“প, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ, আনন্দ নিকেতন, সম্মিলিত নাগরিক সমাজ, রিলেশন টু পিপল, কেন্দ্রীয় সাহিত্য পরিষদ, তারুন্য সামাজিক সংগঠন, লাল সবুজ সামাজিক, সাংস্কৃতিক সংস্থা থানা সিএনজির শ্রমিক সমিতি, ছাত্র উন্নয়ন পরিষদ, পল্লী সঞ্চয় ব্যাংক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আনন্দ প্রহর, রুপসি বাংলা পরিষদ, মানবাধিকার কমিশন, লোকনাথ সেবা সংঘ, টাউন ক্লাব ও নবীগঞ্জ গনপাঠাগার। সভায় নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান অচিরেই আসামীদের গ্রেফতারের আশ্বাস দেন। উল্লেখ্য যে গত ১৭ সেপ্টেম্বর কলেজ ছাত্রী তন্নী নিখোঁজ হবার ৩ দিন পরে তার লাশ পার্শ্ববতী বরাক নদীতে বস্তাবন্ধী অবস্থায় পাওয়া যায়।


     এই বিভাগের আরো খবর