,

গ্রেটার নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে সংবর্ধনা

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৪ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটালিলিতে গ্রেটার নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে। গ্রেটার নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি জনাব নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই কোরআন তেলাওয়াত করেন মোঃ আলী হোসেন। সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন আঃ ওয়াদুদ দীপক। বক্তব্য রাখেন বিলেতের বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটি নেতারা, প্রখ্যাত সাংবাদিকরা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। বক্তারা জনাব মতিউর রহমান চৌধুরীকে তাদের নিজস্ব দৃষ্টিকোন থেকে মূল্যায়ন করতে গিয়ে যার যার অভিব্যক্তি ব্যক্তকরেন। তারা বলেন, মতিউর রহমান চৌধুরী একজন বড়মাপের মুক্তিযোদ্ধা হলেও তার কোন স্বীকৃতি নেই। মতিউর রহমান চৌধুরীর লেখনীর মাধ্যমে সমাজের অনেক বড় অসঙ্গতি দুর হয়। উনার নিয়মিত কলাম “জনতার চোখ” এর মাধ্যমে দেশ ও দশের নানা দু:খ দুর্দশার চিত্র তুলে ধরতেন, সেই দিক থেকে দেশেবিদেশে মানুষ উপকৃত হয়েছে। তিনি বাংলাদেশে অবস্থান করেও বিলেতসহ বিভিন্ন দেশের সংবাদপত্রে নিয়মিত লিখেছেন শুধু লেখা নয় বিভিন্ন পত্রিকাকে উনি দেখভালও করেছেন। মতিউর রহমানের সহধর্মিনী মাহবুবা চৌধুরী বলেন, জনাব চৌধুরী অনেক লোভ লালসার উর্দ্ধে থেকে লেখালেখি করেছেন এজন্য অনেক নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন তারপরও কারো কাছ থেকে কোন অবৈধ সুযোগ সুবিধা নেননি, সব সময় জনগনের পক্ষে লেখালেখি করতে গিয়ে সরকারের বিরাগভাজন হয়েছেন। জনাব মতিউর রহমান চৌধুরী বলেন, সব সময় জনগনের পক্ষে ছিলাম, আজীবন থাকব। জীবনে কোন অসৎ উপায় অবলম্বন করিনি করবওনা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি। অনুষ্ঠানের সভাপতি নেহার মিয়া চৌধুরী, মতিউর রহমান চৌধুরী মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহিব চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি এম এ আজিজ, সাবেক মেয়র ফারুর আনছারী, একাউন্ট্যান্ট এম এ রউফ, রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব, মেয়র গোলাম জিলানী, মুখলিছুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মাহমুদুল হক, মির্জা তচনু বেগ, জাহাঙ্গীর রানা, সাজ্জাদুর রহমান, রহমত আলী, আতিকুর রহমান লিটন, ড. নুরুল আলম, কাউন্সিলর আমিনুর রশীদ তালুকদার, আঃ কাদির, নজরুল ইসলাম বাসন, শাহনুর খান, রোমান বখত চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মিজবাহ জামাল, সাংবাদিক এমদাদুল হক চৌধুরী, ব্যারিস্টার এম এ সালাম, হবিগঞ্জ ৯২ ব্যাচ” ফ্রেন্ডস এলায়েন্স” এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ যথাক্রমে জুবায়ের আহমদ, আমিনুর রশীদ শিলপু, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, মারুফ চৌধুরী, , এ রহমান অলি, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, খায়ের জামান জাহাঙ্গীর, অলিউর রহমান শাহীন, এনটিভি মিডল্যান্ড চীপ ফারছু চৌধুরী, তজম্মুল আলী সরদার সহ লন্ডনে কমরত সাংবাদিকবৃন্দ বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর সিলেটবাসী।


     এই বিভাগের আরো খবর