,

গণমুখী সাংবাদিক ও প্রাবন্ধিক শাহ্ মনসুর আলী নোমান এর একটি প্রতিবেদন পুরষ্কারের জন্য মনোনীত

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য গণমুখী সাংবাদিক, প্রাবন্ধিক, মানবাধিকার কর্মী ও শিক্ষানুরাগী শাহ মনসুর আলী নোমান পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। ‘এই সময়’ পত্রিকার ২৫ সেপ্টেম্বর ২০১৬, বর্ষ ০৩, সংখ্যা-৩৭ এ প্রকাশিত ‘কুশিয়ারার ভাঙ্গন রোধ করুন’ শিরোনামের সচিত্র প্রতিবেদনের জন্য ‘এই সময়’ কর্তৃপক্ষ তাকে বিজয়ী ঘোষনা করে পুরষ্কারের জন্য মনোনীত করেন। শাহ মনসুর আলী নোমান বলেন, “আমার প্রতিবেদনটি সাপ্তাহের সেরা লিখা হিসেবে পুরষ্কারের জন্য মনোনীত করায় সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ। কিন্তু যে বিষয়ে সচিত্র প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রমত্তা কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে আমাদের প্রিয় দীঘলবাক এলাকাকে রাক্ষকল্পে এবং নদী ভাঙ্গনে সর্বহারা লোকদের পুনর্বাসনকল্পে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে আমি গর্বিত, আনন্দিত ও খুশি হব।” উল্লেখ্য, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘দীঘলবাক’ নামক ঘনজন ঐতিহ্যবাহী লোকালয়বাসী সেই ব্রিটিশ শাসন থেকে অভিশপ্ত কুশিয়ারা নদীর ভাঙ্গনে একাধিকবার বসতবাড়ী সহ মূল্যবান সম্পদ হারিয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন। এলাকার সচেতন মহল বহুদিন থেকে কুশিয়ারা নদীর করাল থাবা ও ধ্বংসলীলা থেকে দীঘলবাককে রক্ষাকল্পে সরকারের বিভিন্ন দপ্তরে এবং মন্ত্রী, এমপি’র বরাবরে যোগাযোগ ও আবেদনপত্র পেশ অব্যাহত রেখেছেন। এমনকি দীঘলবাককে রক্ষাকল্পে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন মহল ও স্থানীয় প্রবাসী মহলের উদ্যোগে মানববন্ধনও করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহ মনসুর আলী নোমান উনার স্কুল জীবন থেকেই দীঘলবাক এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন সহ, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন আঞ্চলিক সংবাদপত্র ও জাতীয় সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন লিখে যাচ্ছেন। শাহ মনসুর আলী নোমান সম্প্রতি দীঘলবাক এলাকায় নদীভাঙ্গনের করুণ কাহিনী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। যার অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোডের” চেয়ারম্যান, মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, হবিগঞ্জের জেলা প্রশাসক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোডের” তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীকেও বহুবার প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর