,

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত : দেবী রূপে পুজিত হলো ঐশী আচার্য্য

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমারী পূজা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পূজা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ঐশী আচার্য্যকে (০৬) এবার কুমারী পূজার জন্য মনোনীত করেন ভক্তরা। মহাঅষ্টমীর দিন এক থেকে ষোল বছর বয়সী শিশুকন্যাদের মধ্য থেকে একজনকে কুমারী দেবীরূপে পূজা করা হয়। বয়স অনুসারে কুমারীকে শাস্ত্রীয় নামকরণ করা হয়। এ উপলক্ষে শহর ও আশপাশের গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ-শিশু মিশন প্রাঙ্গণ ও সামনের রাস্তায় সমবেত হন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, হিন্দু সমাজের নেতারা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। পূজা পরিচালনা করেন পুরোহিত পূর্ণেন্দু চক্রবর্তী ও তন্ত্রধারক ছিলেন চয়ন চক্রবর্তী। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিশনের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দ। মহাসপ্তমীর মধ্যদিয়ে গত শনিবার শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব।


     এই বিভাগের আরো খবর