,

হবিগঞ্জে ৩ দিনের মাথায় আবারো লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধষ ডাকাতি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের শায়েস্থানগরে এক লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত গভীররাতে শহরের শায়েস্থানগর চিরাখানা সড়কের নজিরা ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার মালিক লন্ডন প্রবাসী ইসমাইল হোসেনের নাতিন জামাতা উজ্জল আহমেদ ঘটনাকে ডাকাতি বলে দাবি করছেন। উজ্জল আহমেদ জানান, শনিবার তার দাদা শ্বশুর ইসমাইল হোসেনকে এয়ারপোর্টে পৌছে দিয়ে তারা বাসায় এসে ঘুমিয়ে পড়েন। রাত ৩ থেকে ৪টার দিকে ৫/৭ জনের একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসার দুতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে তার হাঁত পা বেধে বিছানায় ফেলে রেখে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে বাসা থাকা মহিলারা এগিয়ে এলে ডাকাতরা তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকা, কয়েকটি দামি মোবাইল ফোন, কাপড় ছোপড়সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি সকালে সদর মডেল থানা পুলিশকে জানালে এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করে। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, ইতোমধ্যে শহরে ডাকাতির ঘটনায় বেশ কয়েকজন ডাকাতকে আটক করা হয়েছে। এবং তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর