,

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে আবারো মাদক ও জুয়ার আসর জমজমাট

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে আবারো মাদক ও জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। সম্প্রতি পুলিশের অভিযানে বেশ কয়েকজন জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী আটক হলে কিছুদিন অসামাজিক কাজ বন্ধ থাকে। সম্প্রতি ওই সব জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীরা জামিনে বের হয়ে ফের এসব ব্যবসা জমজমাট করে তোলছে। তারা ফেনসিডিলের পাশাপাশি যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট বিক্রি জমজমাট করে তুলেছে। পুলিশ জানিয়েছে এতদিন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিলেও সম্প্রতি স্কুল-কলেজের কতিপয় শিক্ষার্থী মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। কম টাকায় বেশি লাভের আশায় নতুন করে মাদক বিক্রেতাদের আর্বিভাব ঘটেছে। সুত্র জানায়, ডিবি পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতাদের গ্রেফতার করলেও রহস্যজনক কারণে নতুন মাদক বিক্রেতাদের গ্রেফতার করছে না। জানা যায়, সম্প্রতি ট্রাস্কপোর্স ও ডিবি পুলিশ মাধবপুরের কুখ্যাত মাদক স¤্রাট আকবর ও ফেন্সি হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতাদের আটক করায় এক শ্রেণীর মাদক সেবীরা শহরের আলম বাজার, কিবরিয়া ব্রীজ, রাজনগর, ২নং পুল বহুলা এলাকার স্পটে জড়ো হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা হলেই প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে এসব স্পটে মাদকসেবীরা জড়ো হয়। অনুসন্ধানে জানা যায়, পুলিশের অভিযান এড়াতে নতুন মাদক বিক্রেতা ও সেবীরা নতুন পদ্ধতির মাধ্যমে মাদক কেনাবেচাঁ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদকসেবী জানান, তারা মাদক বিক্রেতাদের নিকট সরাসরি মাদকের নাম না বলে মোবাইল ফোনের মাধ্যমে ইয়াবাকে (গুটি, বড়ি, বাবা), ফেন্সিডিলকে (স্পিট, ইঞ্চি, সিরাপ, ঔষধ) চেয়ে থাকে। ফলে সহজেই পুলিশের চোখ ফাকি দিতে পারছে। শহরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে।


     এই বিভাগের আরো খবর