,

মাধবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ডিআইজি- সরকার জঙ্গিবাদ সমস্যা কঠোর হস্তে দমন করতে বদ্ধ পরিকর

মাধবপুর প্রতিনিধি ॥ বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামুলকভাবে ভাল। সরকার জঙ্গিবাদ সমস্যা কঠোর হস্তে দমন করতে বদ্ধ পরিকর। কেউ যদি জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয় তাহলে তাদের অস্তিত্ব এ দেশে থাকবে না। জঙ্গিবাদের প্রশয় দাতাদের কে খোঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। বাংলার মাটিতে জঙ্গি দেখতে চাই না। জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়া হবে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন একে বারে নিমূল করা সহজ নয়। এক্ষেত্রে সচেতন মহল কে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সরকার আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ করছে। যা প্রক্রিয়াধিন। কোনো পুলিশ সদস্য কিংবা সরকারি দলের কোনো লোক মাদক ব্যবসায় কিংবা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকলে তাদের কে ছাড় দেওয়া হবে না। জড়িতদের আইনের আওতায় আনা হবে। বর্তমান সরকারের আমলে মিডিয়া স্বাধীন। মিডিয়ার কারনে অনেকে এখন অপরাধ করতে সাহস পাচ্ছে না। গতকাল মঙ্গলবার বিকেলে মাধবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে ও কমিউনিটিং পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান (পিপিএম) উপরোক্ত কথা গুলো বলেন। থানা কমপ্লেক্সে অফিসার ইনচার্জ মোকতাদির হোসেনের সভাপতিত্বে ও থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, শাহাব উদ্দিন। অন্যান্যদরে মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আইয়ুব খান, ড. কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,ইউপি সদস্য আবু হানিফ, রফিক উদ্দিন খান, তপন দাশ, জয়নাল আবেদিন, জাহেদা খাতুন , আব্দুল আজিজ প্রমুখ। কমিউনিটি সমাবেশে ডিআইজি আগতদের বিভিন্ন রকম প্রশ্ন শুনে তাদের সমস্যা সমাধান করার আশ্বাস দেন এবং মাধবপুরকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর