,

নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের কর্মী সম্মেলন অনুষ্ঠিত স্বপন আহবায়ক, সুয়েব যুগ্ম আহবায়ক, অপু সদস্য সচিব সন্ত্রাসমুক্ত সংগঠন হিসেবে জাতীয় ছাত্রসমাজের বিকল্প নেই- এমপি মুনিম বাবু

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নবীগঞ্জ শহরের শেরপুর রোডের বাংলা টাউনস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি এম. এ. মতিন চৌধুরী। সাবেক সাধারণ সম্পাদক স্বপন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এমপি এম.এ. মুনিম চৌধুরী বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, জেলা জাপার সদস্য মাষ্টার নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্রসমাজের প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, যুগ্ম প্রচার সম্পাদক ও বৃন্দাবন কলেজ শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসমাজের নিয়ামুল করিম অপু, গজনাইপুর ইউ/পির ছাত্রসমাজের সাইফুল ইসলাম রানা, দীঘলবাক ইউ/পির আমীর আলী, ইনাতগঞ্জ ইউ/পির আনোয়ার হোসেন, করগাঁও ইউ/পির রাসেল আহমদ, কুর্শি ইউ/পির মৌলদ হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. মুনিম চৌধুরী বাবু বলেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়্যারম্যান পল্লীবন্ধু এরশাদের প্রিয় সংগঠন জাতীয় ছাত্রসমাজকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে জাতীয় পার্টির ঘোষিত সকল কর্মসূচি পালনে দূর্বার ভূমিকা পালন করতে হবে। তিনি আরোও বলেন সন্ত্রাসমুক্ত সংগঠন হিসেবে জাতীয় ছাত্রসমাজের বিকল্প নেই। তাই সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে জাতীয় ছাত্রসমাজের সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। উক্ত কর্মী সম্মেলনে স্বপন চৌধুরীকে আহ্বায়ক, সুয়েব আহমদ, সাইফুল ইসলাম রানা, আমীর আলী, মৌলদ হোসেন, রাসেল আহমদকে যুগ্ম আহ্বায়ক ও নিয়ামুল করিম অপুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মুস্তাফিজুর রহমান ময়না। এ সময় তিনি তার বক্তব্যে আগামী ২৯ তারিখ হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রসমাজের কর্মী সম্মেলন সফল করার জন্য নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার সকলস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর