,

শেখ হাসিনা এবার নিয়ে সাতবার আ.লীগের সভাপতি নির্বাচিত হচ্ছেন

সময় ডেস্ক ॥ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দলটি ১৯টি জাতীয় সম্মেলন করেছে। এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ১৪তম সম্মেলন থেকে ১৯তম সম্মেলন পর্যন্ত টানা ছয়বার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে এবারের ২০তম সম্মেলনে সভাপতি নির্বাচিত হলে সাতবার হবে। সূত্রমতে, এর মধ্যে স্বাধীনতার আগে আটটি ও স্বাধীনতার পরে বাংলাদেশ আওয়ামী লীগের ১১টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, জাতীয় প্রয়োজনে দলের আরও সাতটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাকিস্তান আমলে ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন দুদিন ব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। তৎকালীন মুসলিম লীগ থেকে দলটির প্রগতিশীল অংশ এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতারা এ দলটি প্রতিষ্ঠা করেন। গঠনের সময় দলটির নাম ‘আওয়ামী মুসলিম লীগ’ রাখা হলেও ১৯৫৫ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সম্মেলনে মুসলিম শব্দটি তুলে দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়। অসাম্প্রদায়িক চেতনা ও প্রগতিশীল ভাবধারায় ফিরে আসার জন্য তখন ‘মুসলিম’ শব্দটি বাদ দিতে বাধ্য হন নেতারা। জানা গেছে, ১৯৮৭ সালের ১-৩ জানুয়ারি আওয়ামী লীগের ১৪তম সম্মেলনে প্রথম সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তারপর ১৯৯২ সালের ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর ১৫তম সম্মেলন, ১৯৯৭ সালের ৬-৭ মে ১৬তম সম্মেলনে, ২০০২ সালের ২৬ ডিসেম্বর ১৭তম সম্মেলনে, ২০০৯ সালের ২৪ জুলাই ১৮তম সম্মেলনে ও ২০১২ সালের ২৯ ডিসেম্বর ১৯তম সম্মেলনেসহ মোট ছয় সভাপতি পদে নির্বচিত হয়েছেন। এবার ২০১৬ সালের ২২-২৩ অক্টোবর ২০তম সম্মেলনে সভাপতি নির্বাচিত হলে আটবার হবে।


     এই বিভাগের আরো খবর