,

হবিগঞ্জের নিজামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ : বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইদল লোকের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। এতে ৫ জন আহত হয়। গতকাল সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সামছু মিয়ার পুত্র কাজল মিয়ার সাথে আব্দুল গফুরের পুত্র মোতাব্বির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছে। তাদের আক্রোশের কারণে সম্প্রতি আব্দুস সালাম নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। এরপরও তাদের আক্রোশ থামেনি। দিন দিন বেড়েই চলেছে। গতকাল কাজল মিয়া ও মোতাব্বির মিয়ার মাঝে আব্দুস সালাম হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ওই গ্রামের সামছু মিয়ার বাড়িতে একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। সামছু মিয়ার বাড়ি ছাড়াও গ্রামে আরো কয়েকটি বাড়ি ভাংচুর করা হয় বলে আহতরা জানান। খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্য ঘঁটনাস্থলে পৌছে আগুন ও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মোতাব্বির হোসেন (৩০) ও কাজল মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর