,

সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার সাক্ষীদের উপর হামলা : প্রধান আসামী বাগালের পুত্রসহ ২ জন আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার সাক্ষীর উপর হামলার ঘটনায় পুলিশ মামলাটির প্রধান আসামী আব্দুল আলী বাগালের পুত্র ফেরদৌস মিয়া ও তার আত্মীয় মামুন মিয়াকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রশিদপুর বাজারে। গত ১২ ফেব্র“য়ারি বিকেলে ওই গ্রামের শিশু শুভ, তাজেল, মনির ও ইসমাঈল খেলার মাঠ থেকে ফেরার পথে অপহৃত হয়। ১৭ ফেব্র“য়ারি ওই ৪ শিশুর লাশ সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ইছাবিল থেকে উদ্ধার হয়। ঘটনাটি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আলোচিত এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামী ওই গ্রামের আব্দুল আলী বাগাল, তার পুত্র রুবেল ও জুয়েল এবং ছায়েদ ও আরজু জেলহাজতে আছে। শিশুদের অপহরণের সাথে জড়িত সিএনজি চালক বাচ্চুু মিয়া ঘটনার পরপর র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। মামলার চার্জসীটভূক্ত আসামী আব্দুল আলী বাগালের পুত্র বিলাল ও বন্দুক যুদ্ধে নিহত বাচ্চু মিয়ার ভাই উস্তার মিয়া ও বাবুল মিয়া পলাতক রয়েছে। ইতোমধ্যে আদালতের নির্দেশে পলাতক আসামীদের মালামাল ক্রোক করা হয়েছে। বর্তমানে আদালতে মামলাটির সাক্ষীগ্রহণ চলছে। নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলার সাক্ষী আজাদ মিয়া ও মাসুক মিয়া মঙ্গলবার সাক্ষী দিতে আদালতে যান। অনিবার্য কারণে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। ওইদিনই সন্ধ্যায় তারা স্থানীয় রশিদপুর বাজারে সওদা করতে গেলে তাদের উপর হামলা করে ৪ শিশু হত্যা মামলার প্রধান আসামী আব্দুল আলী বাগালের পুত্র ফেরদৌস মিয়া (২৮) ও হামদু মিয়ার পুত্র মামুন মিয়া (২৬)। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়ার নেতৃত্বে একদল পুলিশ রশিদপুর বাজারে অভিযান চালিয়ে ফেরদৌস ও মামুন মিয়াকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদীর উপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


     এই বিভাগের আরো খবর