,

নবীগঞ্জের ষাইটকাপন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ষাইটকাপন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বিদ্যুতায়নের শুভ উদ্ধোধন করেন। কুর্শি গ্রামের বিশিষ্ঠ আব্দুল গফুর চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল বারিক, পল্লীবিদ্যুতের ১১ নং এলাকার পরিচালক শফিউল আলম হেলাল, ১২নং এলাকার পরিচালক এড. ফারুক আহমদ, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার, জেলা যুবসংহতি নেতা তোফায়েল আহমদ ছায়েদ, উপজেলা যুব সংহতি নেতা নাছির আহমদ, ছাত্রলীগ নেতা তুহিন আহমদ চৌধুরী প্রমুখ।। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমপি মুনিম চৌধুরী বাবু তার বক্তব্যে বলেন, ২০১৯ সালের মধ্যে নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। এসময় তিনি ফুটারমাটি গ্রামের রাস্তা পাকাকরণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান। এসময় তিনি পর্যায়ক্রমে কুর্শি ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন করার আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর