,

নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক যোগ্য নাগরিক তৈরীতে নবীগঞ্জের আরমান উল্লাহ ইসলামিক একাডেমী অনন্য- ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ শহরের অভয়নগরস্থ আরমান উল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাই স্কুলে শিক্ষক/শিক্ষার্থী পূণর্মিলনী এবং অভিভাবক ও সূধীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একাডেমীর সভাপতি মাও: মুশাহীদ আলীর সভাপতিত্বে রেক্টর মো: লুৎফুর রহমানের পরিচালনায় আড়ম্বরপূর্ণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির ভাইস চেয়ারম্যান সাইদুল হক চৌধুরী, একাডেমীর সাবেক প্রধান শিক্ষক আব্দুল আলী শাহীন, সাবেক প্রধান শিক্ষক, নবীগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আমির উদ্দিন, সাবেক শিক্ষক আব্দুল মুকিত পাঠান, মো: নজির আহমদ, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুদ্দিন, ইউপি মেম্বার মো: দেলোয়ার হোসেন, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির প্রচার সম্পাদক ক্বারী শাহ আবু বকর প্রমুখ। এছাড়া অনেক অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী মূল্যবান পরামর্শ দিয়ে বক্তব্য পেশ করেন। প্রত্যেকেই উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে শিক্ষার হার বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে মূল্যবোধের চরম সংকট বিরাজ করছে। যার কারণে সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষার্থী হয়েও বদরুলদের হাতে খাদিজাদের জীবন ও ইজ্জত ভুলন্ঠিত হচ্ছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে অপসংস্কৃতি ও অশ্লীলতার করালগ্রাস থেকে হেফাজত করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির আশায় আরমান উল্লাহ ইসলমিক একাডেমী পরিচালনা করা হচ্ছে। নবীগঞ্জের যারা চান তাদের সন্তানটি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আদর্শ ও চরিত্রবান হয়ে বেড়ে উঠুক তাদের জন্য আরমান উল্লাহ ইসলমিক একাডেমীর কোন বিকল্প নেই। নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক যোগ্য নাগরিক তৈরীতে নবীগঞ্জের আরমান উল্লাহ ইসলামিক একাডেমী অনন্য। অত্র প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী দেশসেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হয়ে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছে। আজকের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, সূধী ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং মূল্যবান পরামর্শ আমাদের আগামী দিনের পথচলাকে শানিত করবে। সভাপতির বক্তব্যে মুশাহীদ আলী বলেন, রেক্টর মো: লুৎফুর রহমান সাহেবের দক্ষ পরিচালনায় ঐতিহ্যবাহী এই একাডেমী খুব অল্প সময়েই নবীগঞ্জের সেরা প্রতিষ্ঠানে পরিনত হবে ইনশাল্লাহ। তিনি সকলকে উক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন-অগ্রগতিতে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর