,

এড.আবু জাহির এমপি’কে মোবাইলে হত্যার হুমকি দাতা স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক বিপ্লবের রিমান্ড শুনানী আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’কে মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে হত্যার হুমকি দেয়ার ঘটনায় আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক বিপ্লবের রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে। গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ বিচারক আবেদনের প্রেক্ষিতে আজ বিপ্লবের উপস্থিতিতে রিমান্ড শুনানীর তারিখ ধার্য্য করেন। উল্লেখ্য গত ২৭ নভেম্বর রাত ৮টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রস্তুতি সভায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বক্তৃতাকালে তার মোবাইল ফোনে ০১৭১৭৫৪০৯৯৯ নম্বর মোবাইল ফোন থেকে ‘আই কিল ইউ’ লিখা একটি এসএমএস আসে। পরবর্তীতে হবিগঞ্জ সদর থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক বিপ্লবকে আটক করে। গত ৪ ডিসেম্বর এভোকেট আবু জাহির এমপি ’র ব্যক্তিগত সহকারি সুদীপ দাস বাদী হয়ে এনামুল হক বিপ্লবকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ৬/৭ জনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক সভায় এনামুল হক বিপ্লবকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর