,

কালী বাড়ি ও কানাই লাল জিউর আখড়া উদ্ধারের জন্য নবীগঞ্জে আলোর মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক ধ্বংষকৃত কালী বাড়ি ও কানাই লাল জিউর আখড়া উদ্ধারের জন্য নবীগঞ্জে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় আলোর মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেদখলকৃত কালী বাড়ি ও কানাই লাল জিউর আখড়ার সামনে মোমবাতি প্রজ্জলন করে। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ, সম্পাদক সুখেন্দ্র রায় বাবুল, সহ-সভাপতি অশোক তরু দাশ, সবিনয় কর, মন্টু আচার্য্য, মিল্টন রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান ধর, সাবেক উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য সচিব রঙ্গলাল রায়, পৌর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কর্ন মনি দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, অনন্ত দাশ, পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী, মৃদুল কান্তি রায়, চারু দেব, সাধন দাশ, অমলেন্দু সূত্রধর, অরবিন্দু বনিক, গৌত্তম রায়, প্রনব দেব, নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, কিরণ সরকার, লিটন দাশ, নিরু দেব, অনুপ দাশ, মিঠু দে, রতœদ্বীপ দাশ রাজু, দ্বিপক পাল, লিটন দেব নাথ, বিষ্ণু পদ রায়, উৎপল দাশ, পার্থ পাল, দেবুল ভট্রাচার্য্য, সুবির দাশ, নিপু বৈদ্য প্রমুখ।


     এই বিভাগের আরো খবর