,

নবীগঞ্জে বুরহান উদ্দিন ও তার পুত্রের উপর হামলা ॥ প্রাণনাশের হুমকি

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার সালামতপুর গ্রামের মোঃ বুরহান উদ্দিনকে পূর্ব তিমিরপুর গ্রামের নাজমা আক্তার নাজু কর্তৃক নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, মোঃ বুরহান উদ্দিন গত ১৬/০২/২০১৬ তারিখে নাজমা আক্তার নাজু কাছ থেকে মাসিক সুদের বিনিময়ে ৬০ হাজার টাকা হাওলাদ নেন। এর বিনিময়ে তিনি জামানত হিসেবে নাজমা আক্তার নাজু’কে তার নিজ স্বাক্ষরিত সোনালী ব্যাংক নবীগঞ্জ শাখার সঞ্জয়ী হিসাব নং- ৬০৮৪, চেক নং- ৫৫৭৯০০৯ প্রদান করেন। গত ০৬/০৯/২০১৬ ইং তারিখে তিনি নাজমা আক্তার নাজুকে ৬০ হাজার টাকা পরিশোধ করে। এরপর তিনি তার চেক ফেরত চাইলে নাজমা আক্তার চেকটি হারিয়ে গেছে বলে জানান। এরপর উভয়পক্ষের সম্মতিতে লিখিত স্ট্যাম্পে নাজমা আক্তার নাজু চেকটি হারানোর কথা স্বীকার করেন। এরই প্রেক্ষিতে মোঃ বুরহান উদ্দিন নবীগঞ্জ থানায় চেক হারানো সংক্রান্ত একটি জিডি দায়ের করেন এবং নবীগঞ্জ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ চেকটি বাতিল করেন। এরপর নাজমা আক্তার নাজু মোঃ বুরহান উদ্দিনকে হয়রানি ও তার কাছ থেকে অবৈধ ফাঁয়দা হাসিলের পায়তারা শুরু করেন। নাজমা আক্তার ওই চেকের মাধ্যমে তার চাচা মোঃ বাচ্চু মিয়াকে দিয়ে হবিগঞ্জ আদালতে এড. ত্রিলোক কান্দি চৌধুরী বিজন এর মাধ্যমে মোঃ বুরহান উদ্দিনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেন। এসব করেই ক্ষান্ত হননি নাজমা আক্তার। তিনি তার চাচা বাচ্চু মিয়া ও তার লোকজন দিয়ে মোঃ বুরহান উদ্দিন ও তার পুত্র এমাদ উদ্দিনের উপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেন। এরই প্রেক্ষিতে বুরহান উদ্দিন পুত্র এমাদ উদ্দিন বাদী হয়ে বাচ্চু মিয়া ও নাজমা আক্তার গংদের আসামী করে হবিগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর