,

নবীগঞ্জে মাটি চাপায় দুই ব্যক্তি নিহতের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল দিনারপুর এলাকার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামে পাহাড় কাটতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিকের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহত মাসুক মিয়ার লাশ কায়স্থগ্রামে ও নিহত শামসুল হকের লাশ নিশাকুড়ি মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পাশাপাশি গ্রামের দুই জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকে নিস্তব্ধ। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শামসুল হকের ভাই ফয়জুল হক বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় বির্তকের সৃষ্টি হয়েছে এলাকায়। মামলার প্রধান আসামী মাটি বিক্রেতা জয়নুর মিয়া। এছাড়াও শামিম আহমেদ, মাসুদ, মহসিন, জাহির আলীকে আসামী করা হয়। এছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে সাবেক ইউপি সদস্য জাহির আলী উক্ত মাটি কাটার কন্টাকদার ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে পাহাড় কাটার সময় ধসে যাওয়া মাটির নিচে চাপা পরে মারা যান গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শামসুল হক (৩৫) ও পাশ্ববর্তী গ্রাম কায়স্থগ্রামের শাওন উল্লার পুত্র মাসুক মিয়া (৪০)। এবং আহত যুবক একই গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদেরকে উদ্ধার করেন।


     এই বিভাগের আরো খবর