,

মারামারি ও চুরির মামলায় বানিয়াচংয়ের ২ ব্যক্তির সাজা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বিজয়পুর গ্রামে মারামারি ও চুরির মামলায় ২ ব্যক্তিকে সাজা প্রদান করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দন্ডপ্রাপ্তরা হল ওই গ্রামের রমজান আলীর পুত্র আব্দুর রহিম ও ছুরত আলীর পুত্র বাচ্চু মিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল হক খান ৩ বছরের সাজা ও ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম দন্ড এবং অপরদিকে বাচ্চু মিয়াকে ২ বছরের সাজা ও ৫শ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে ওই মামলার ১৩ জন আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ছালেহ আহমদকে তুচ্ছ ঘটনার জের ধরে পিঠিয়ে রক্তাক্ত করে ঘরে থানা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এব্যাপারে ছালেক মিয়া বাদি হয়ে রহিম ও বাচ্চুসহ ১৫ জনকে আসামী করে একটি মামলা করেন। মামলার স্বাক্ষী প্রমাণ শেষে বিচারক এ রায় প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি সামসু মিয়া চৌধুরী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আবুল কালাম আজাদ।


     এই বিভাগের আরো খবর