,

মন্দির ভাংচুর ঃ মাধবপুরে আরও ৬ জন গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সদরসহ কয়েকটি গ্রামে মন্দির ভাংচুর ও হিন্দু বাড়ি-ঘরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শুক্কুর আলী, জিলান মিয়া, শামীম মিয়া, শাহ মো. মনসুর, উছমান গণি ও সৈয়দ মাহবুব। এর আগে পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তারা আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় মাধবপুর থানায় পৃথক চারটি মামলা হয়েছে। গতকাল শনিবার ছয়জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির সতর্ক প্রহরা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মাহবুব আলী শনিবার মাধবপুরে সমবায় দিবসের এক সভায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মন্দির ও হিন্দু বাড়ি ঘরে হামলাকারীদের ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে প্রশাসনের কোনো গাফিলাতি থাকলেও ব্যবস্থা নেয়া হবে। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে একটি ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে মাধবপুরে একদল যুবক মাধবপুর বাজার ঝুলন মন্দির, হরিশ্যামা পালপাড়া, সুন্দাদিল, খিলগাঁও, ঘিলাতলী আখড়া, কাশিমপুরসহ কয়েকটি গ্রামে মন্দিরে ভাংচুর এবং হিন্দু বাড়ি-ঘরে হামলা চালায়।


     এই বিভাগের আরো খবর