,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসক বলছেন অবহেলা নয়, নিউমোনিয়ার কারণে ওই নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা যায়, সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী সুজিনা বেগম প্রসব ব্যথায় আক্রান্ত হয়ে গত শুক্রবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। গতকাল রবিবার সকাল ১০টায় ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তার স্বজনদের অভিযোগ বারবার ওই ওয়ার্ডের নার্স ও ডাক্তারকে জানালেও তারা সঠিক সময়ে চিকিৎসা না দেয়ায় ওইদিন সন্ধ্যায় ওই শিশুটি মারা যায়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডার ঘটে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানান, গত তিনদিনে বৃষ্টি ও হিমেল হাওয়ায় শিশুদের নিউমোনিয়া দেখা দিয়েছে। আমরা সাধ্যমতে চেষ্টা করেছি।


     এই বিভাগের আরো খবর