,

অর্থনীতির সব সূচক এগিয়ে যাচ্ছে..স্পিকার

সময় ডেস্ক ॥ প্রবৃদ্ধি, রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি সহ অর্থনীতির সব সূচক এগিয়ে যাচ্ছে। দারিদ্র বিমোচনেও সফল হয়েছে দেশ। এমন মন্তব্য করে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের কাজও চলছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করাই সরকারের বড় দায়িত্ব বলে জানিয়েছেন তিনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবসের সমাবেশে তিনি আরো বলেন, বিদেশী বিনিয়োগ ধরে রাখতে সরকার অবকাঠামো ও বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়নে কাজ করছে সরকার। দেশের তরুন সমাজের জন্য সুযোগ সৃষ্টি ও সে সুযোগ গ্রহনের সক্ষমতাও তৈরি করতে হবে বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমডিজি অর্জনের সফলতার মতো টেকসই উন্নয়ন-এসডিজি অর্জনেও উন্নয়নের লক্ষ পূরণ করে যেতে পারবে সরকার। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জনকল্যানের লক্ষ নিয়ে কাজ করছে যা সরকারের রূপরেখার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন তিনি। প্রকৌশলীদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির শিক্ষা কার্যক্রম নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য স্কিলস ফর ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক নিয়ে কথা বলেন ডিপ্লোমা প্রকৌশলীদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান। সমাবেশে বক্তব্য শেষে গণ প্রকৌশল দিবসের র‌্যালি উদ্বোধন করেন মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। র‌্যালিটি কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট থেকে শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে শেষ হয়।


     এই বিভাগের আরো খবর