,

নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় হুসমত চৌধুরীর দাফন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা পৌর আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুসমত মিয়া চৌধুরী গতকাল (২য় পৃষ্ঠায় দেখুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় চরগাঁওস্থ তার বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন দুপুরে মরহুমের বাড়ীতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এস.আই আব্দুল করিম একদল সুসজ্জিত পুলিশ নিয়ে হুসমত মিয়া চৌধুরীর মরদেহকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এসময় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মৌলদ হুসেন কাজল প্রমূখ উপস্থিত ছিলেন। বিকাল ২টায় যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর