,

বানিয়াচঙ্গে একটি মাজারে ওরসকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে একটি মাজারে ওরসকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ১৯ অক্টোবর ২০১৬ বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ ও স্থানীয় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত ২নং ওয়ার্ডের ডাঃ আজমান আলীর বাড়ির সংলগ্ন মৃত: সঞ্জব আলীর বাড়িতে দীর্ঘদিন যাবত ওরসের নামে প্রতিনিয়ত গান-বাজনা ও অশ্লীল নাচগান সহ মদ-গাজার আসর বসিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কথিত মাজারের লোকেরা। সেই সাথে নেশা জাতীয় ট্যাবলেট দিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। জুয়া খেলায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হচ্ছে যুব সমাজ। বৃদ্ধি পাচ্ছে চুরি-ডাকাতি। পরিবারের সদস্য সহ গান-বাজনার আসরে আগত ব্যক্তিরা কথিত মাজারে প্রকাশ্যে সেজদা দিচ্ছে। যা পবিত্র ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ (শিরক)। এছাড়া তাদের ঢোল-কর্তালের আওয়াজে পার্শ¦বর্তী মসজিদের আজান-নামাজ সহ এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মারাতœক বিঘœঘটেছে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার নিষেধ করলে ও তারা অমান্য করে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । ১২ নভেম্বর ২০১৬ মৃত সঞ্জব আলীর বাড়িতে ওরস হবে। এ নিয়ে এলাকাবাসী কথিত মাজার কর্তৃপক্ষের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে। বানিয়াচং আলেম সমাজের দাবি যেখানে সমাজ এবং আইন বিরোধী কাজ চলছে, সেখানে আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানে যাওয়া উচিত। অন্যথায় দাঙ্গা-হাঙ্গামা হলে এর দায়ভার কে নেবে ?


     এই বিভাগের আরো খবর