,

হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষ : গুলিতে ১ ডাকাত নিহত ॥ ৪ পুলিশ আহত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার শীতল বাবুর লেবু বাগানে ডাকাত ও পুলিশের সংঘর্ষে আলাল মিয়া (২৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। ডাকাত দলের হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত হয়। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া দুইটি রামদা, বেশ কয়েকটি চাকু ও গ্রীল কাটার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত আলাল মিয়া সদর উপজেলার সুলতানশী গ্রামের রহমত আলীর পুত্র। আহত পুলিশ সদস্যরা হলেন, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান ও অরূপ কুমার চৌধুরী, কনস্টেবল ইয়াসিন ও কর্ণমনি। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, খোয়াই নদীর তীরবর্তী মাছুলিয়া এলাকায় শীতল বাবুল লেবুর বাগান এলাকায় ১০/১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ডাকাত দলের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ১১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও ২৭ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করা হয়। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ আলাল মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলালের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার বিকালে ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় আলালের লাশ হস্তান্তর করা হয়। আলালের ভাই জালাল মিয়া সাংবাদিকদের জানায়, আলাল একজন চিহ্নিত ডাকাত। এ সব কাজ থেকে বিরত থাকতে পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়। কিন্তু সে সব সময়ই নিষেধ উপেক্ষা করত। এ কারণে গ্রাম পঞ্চায়েত ও পরিবার গ্রাম থেকে ৩ বছর আগে তাকে বিতাড়িত করা হয়। কোন উপায়ান্তর না পেয়ে সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের বাসিন্দা সাহেব আলীর কন্যা সাবিনা আক্তারকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতো। আলালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন কারাগারে ছিল। গত ৫ অক্টোবর সে কারাগার থেকে বেরিয়ে এসে আবার এসব অপকর্মে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, আলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে। সে হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়ির ডাকাতির ঘটনার সাথে জড়িত। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ শহরে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশি টহল জোরধার করা হয়। আলালের সাথে থাকা অপর ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর