,

নবীগঞ্জ শহরের ওসমানী রোডে রাস্তার পাশে ড্রেনে ময়লার স্তুপ : দুর্গন্ধে চরম দুর্ভোগে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের ব্যস্থতম ওসমানী রোডের রাস্তার পাশে পারভীন ভিলার স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী সুন্দর আলীর ময়লার টেংকি থেকে পৌরসভার নির্মিত ড্রেনে প্রতিদিন সন্ধ্যার পর ময়লার স্তুপ ফেলে দিলে দুর্গন্ধ ছড়ানোর কারনে আনোয়ারা বিপনী মার্কেটের ব্যবসায়ী ও রাস্তার উভয় পাশের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। প্রায় প্রতিদিন রাত ৯টার পরই ঐ ময়লার টেংকিটির মুখ খুলে দিয়ে ময়লা ছেড়ে দেওয়ার কারনে ব্যবসায়ী কাজ পরিচালনা করা প্রায় দুষ্কর হয়ে পড়েছে এবং আশে পাশের বাসার লোকজন নানান রোগে আক্রান্ত হচ্ছেন। এসব ময়লার দুগন্ধে ক্ষতিকর রোগ জিবানো ছড়িয়ে পড়ায় অনেকই নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। বিষয়টি প্রবাসী সুন্দর আলীকে অবগত করে ব্যবস্থা নিতে বললেও অদ্যবধি এর কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে সমস্যা দিন দিন বেড়েই চলছে। বিষয়টি গত কয়েক দিন আগে নবীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকীকে জানালে তিনি পর দিন সরেজমিনে এসে দেখবেন বলে জানান। কিন্তু কয়েকদিন হয়ে গেল আজও আসেননি। না আসায় গতকাল শনিবার পুনরায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এটি তার দায়িত্ব নয় পৌরসভার কাজ বলে জানান। এভাবে প্রতিদিন সন্ধ্যার পর নবীগঞ্জ পৌরসভার ব্যবস্থতম এলাকা ওসমানী রোডে ময়লার দুগন্ধে কাজ করতে না পেরে আনোয়ারা বিপনী মার্কেটের ব্যবসায়ী ও রাস্তার উভয় পাশের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর