,

ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছেই

সময় ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সদ্য প্রেসিডেন্ট হিসেবে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছেই। গত শুক্রবার তৃতীয় রাতের মতো দেশটির বিভিন্ন শহরে শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে ওরেগন অঙ্গরাজ্যে এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছে। তবে বিক্ষোভকারীদের প্রশংসা করে শুক্রবার এক টুইটে ট্রাম্প বলেন, নির্বাচনের পর যারা বিক্ষোভ করছেন, তারা দেশের প্রতি ভালবাসা ও আবেগ থেকেই করছেন। আমাদের এই বিষয়টিকে ভালবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই ও গর্বিত হতে চাই। বিবিসির খবরে গতকাল বলা হয়, তৃতীয় রাতের মতো টানা বিক্ষোভ যেসব শহরে চলছে সেগুলো হলো মিয়ামি, ফিলডেলফিয়া, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, ওরেগনের পোর্টল্যান্ড। এসব শহরের রাস্তায় রাস্তায় অভিবাসী, মুসলিম ও নারী ইস্যুতে বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী স্লোগান দেয়। গতকাল শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের পর ওরেগনের পোর্টল্যান্ড শহরে বিক্ষোভকারীরা মরিসন সেতু অতিক্রম করার সময় অজ্ঞাতনামা ব্যক্তির গুলিতে এক বিক্ষোভকারী আহত হন। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা সেতুটি অতিক্রম করার সময় সেখানে আটকে পড়া গাড়িগুলোর একটি থেকে এক ব্যক্তি নেমে গুলি চালায়। আহত বিক্ষোভকারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত। বিক্ষোভকারীরা শুক্রবার সন্ধ্যা থেকেই পোর্টল্যান্ডে সড়কে অবরোধ তৈরি করে। এর আগের দিন এ শহরটিতে দাঙ্গা পরিস্থিতি ঘোষণা করেছিল পুলিশ। গতকালও বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুড়ে মারে। এর জবাবে পিপার ¯েপ্র ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।


     এই বিভাগের আরো খবর