,

নবীগঞ্জের কুর্শি ইউপি’র ২ ও ৩নং ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ২ ও ৩নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় তাহিরপুর মাদ্রাসা বাজারে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মুহিতুর রহমান ও সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ শাজাহান মিয়া। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইউপি ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আকাব মিয়া, সদস্য সচিব ও ১,২ ও ৩নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা: নিলীমা আক্তার, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল ছোবান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাসান চৌধুরী। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, হাজ্বী মিরাস উদ্দিন, মোঃ মুস্তাকিম মিয়া, আশিকুল ইসলাম, নজরুল আমিন, মাসুক মিয়া, আবুল কালাম আজাদ, ইসতেখার আহমদ, নুর হোসেন, জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মকবুল হোসেন সহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে বিভিন্ন সেবার মাধ্যমে কাজ করে যাচ্ছে। ৬নং কুর্শি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন মূলক কাজ ছোট ছোট কার্লভাট, ইটসলিং, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র, গভীর ও অগভীর নলকুপ, সেলাই মেশিন, স্যানিটেশন, ভিজিডি, ভিজিএফ, হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি করে ৩০কেজি চাল সহ বিভিন্ন ভাতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহবান জানান এবং ডিজিটাল সেন্টারকে দ্রুত গতিতে সেবা প্রদানের জন্য দাবি করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়অত করেন, ক্বারী মাও: মাসুক আহমদ।


     এই বিভাগের আরো খবর