,

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনে জেলা প্রশাসক- গায়ের জোরে চলার দিন শেষ আইন বুজে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, গ্রাম আদালত সক্রিয় হলে, আদালতে মামলার চাপ কমবে। মানুষের হয়রানী কমবে। গ্রামের চেয়ারম্যান সাহেবরা প্রকৃত ঘটনা জানেন। ফলে তারা যদি বিচার করেন তাহলে সুশাসন নিশ্চিত হবে। ন্যায় বিচার করলে মানুষের আস্থা বাড়বে চেয়ারম্যানদের প্রতি। মনে রাখতে হবে গায়ের জোরে, জোর করে ও ধমক দিয়ে চলার দিন শেষ। এখন আইন বুঝে কাজ করতে হবে। সালিশ বিচারকেই আইনের মধ্যে নিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও সচিবদের গ্রাম আদালত সম্পর্কে দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এডিএম এমরান হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এবিএস মাহবুবার রহমান ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড. শাহ ফখরুজ্জামান। জেলা প্রশাসক আরও বলেন, মনে রাখতে হবে বিচার হতে হবে নিরপেক্ষ। অর্ডল শীট লেখা, নথি সংরক্ষণ, অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। মানুষের সুখ-দুঃখের দিকে নজর দিতে হবে। কর্মাশালায় জেলার ৭৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা অংশ গ্রহন করেন। এতে গ্রাম আদালত গঠন, অভিযোগ গ্রহণ ও শুনানী সম্পর্কে ধারনা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর