,

নবীগঞ্জ উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি’র সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি’র সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী ও কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা আদর্শ জাতি গঠনে তাদের প্রয়োজন। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নতুন প্রজন্মরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যায় এবং তারা যাতে ভাল ফলাফল করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন। তিনি গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি’র চলতি প্রাইমারী সমাপনী পরীক্ষা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। সভাপতির বক্তব্যে তাজিনা সারোয়ার বলেন, শিশুদের মনযোগের সাথে লেখাপড়া করতে হবে। কারণ জীবনে কোন কিছু করতে হলে লেখাপড়ার বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে করে তারা মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এবং তাদের সুষম খাবার খাওয়াতে হবে। সন্তানরা যাতে সন্ধ্যার মধ্যে ঘরে চলে আসে সেদিকেও নজর দিতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমাপনী পরীক্ষার্থী জুবায়ের ইবনে পিয়ান। গীতা পাঠ করেন পরীক্ষার্থী অর্ঘ্য দ্বীপ কর। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঞ্চন বনিক। পরে অতিথিরা পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা ১টি করে বই ও প্রবেশপত্র বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর