,

হবিগঞ্জ শহরে ফাষ্ট ফুড ও কফি হাউজ থেকে ৫ জোড়া যুবক-যুবতী আটক

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে ফাষ্ট ফুড ও কফি হাউজ গুলোতে অভিযান চালিয়ে ৫ জোড়া যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা ফাষ্ট ফুডের দোকানে বসে নোংরামি করছিল। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল মহিলা পুলিশ শহরের নতুন স্টেডিয়াম, রাজনগরের স্পাইক হার্ট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কলেজ ছাত্রীসহ ১০ জনকে আটক করা হয়। আটকদের মাঝে ৫ জন যুবক রয়েছে। সুত্র জানায়, সম্প্রতি স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে তাদের বয়ফেন্ডেদের নিয়ে এসব ফাষ্ট ফুডের দোকান গুলোতে আড্ডা এবং নোংরামি করে। বিষয়টি পুলিশের নজরে এলে সদর থানার ওসি ইয়াছিনুল হক সহ একদল পুলিশ অভিযান চালান। এ সময় বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রী তাসলিমা আক্তার (১৮), উর্মি (১৯), সরকারি মহিলা কলেজের ছাত্রী সালমা (২০) ও চাঁদনী আক্তার (১৯) এবং লাখাই মুক্তিযোদ্ধা কলেজের ছাত্রী রুমা বণিক (২১), সদর উপজেলার কালনী গ্রামের সালা উদ্দিন (২০), সুলতান মাহমুদপুর গ্রামের দেওয়ান হোসেন (২৫), চুনারুঘাট উপজেলার নালমুখ গ্রামের অনিক মিয়া (১৮), ঢাকা খিলক্ষেত এলাকার সঞ্জয় রায় ও বানিয়াচং উপজেলার গুনই গ্রামের আলমগীর। এ খবর শহরে ছড়িয়ে পড়লে ফাষ্টফুডের দোকান বন্ধ করে আত্মগোপনে চলে যান মালিকরা। রাত ৮টার দিকে আটক মেয়েদের মুচলেখা রেখে ছেড়ে দেয় পুলিশ। এ ব্যাপারে ওসি জানান, অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।


     এই বিভাগের আরো খবর