,

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব¡ অপরিসীম–ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী

স্টাফ রিপোর্টার ॥ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলীম মাদরাসায় সাপ্তাহিক সভার সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে মাওঃ হাফেজ লুৎফুর রহমান এর পরচিালনায় ঊক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও আশরাফ আলী, বিশেষ অতিথি ছিলেন আরমান উল্লাহ ইসলামিক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মাও মুশাহীদ আলী, ইংল্যান্ডস্থ হবিগঞ্জ ডেভেলপমন্টে ট্রাস্টের দায়িত্বশীল, বদরদী নিবাসী মামুনুর রশীদ। অন্যান্যরে মধ্যে বক্তব্য পশে করেন শিক্ষক মাও শফিকুল ইসলাম, মাও আব্দুল মান্নান, ছাত্র সংসদের ভিপি সেকুল ইসলাম, সাবেক ভিপি হাফেজ এবাদুর রহমান, স্টুডন্টেস কেবিনেট সভাপতি গাজী রমিজ উদ্দিন বাবু, সালেহ আহমদ, মাহফুজুর রহমান রাফি প্রমুখ। সারা বছরে প্রতি বৃহস্পতবিার ছাত্র সংসদ ও ছাত্রী সংসদের পৃথক সাপ্তাহিক সভা অনুিষ্ঠত হয়, যাতে ক্বেরাত, হামদ নাত, দারেস কুরআন, দারেস হাদীস, ইসলামী সংগীত, বক্তৃতা, বর্তিক, অভিনয়, কবিতা আবৃত্তির অনুশীলন করা হয়। যার মাধ্যমে বক্তা, আবৃত্তিকার, শিল্পী হিসেবে তৈরি করা হয়। সারা বছরের সেরা পারর্ফমারদেরকে উক্ত সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলনে, দারুল হিকমাহ গুরুত্ব সহকারে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার কারনে তার সুফল পাচ্ছে। আজকের সভায় শিক্ষার্থীদের পেশকৃত ঘুচানো দালিলিক তথ্যবহুল সাবলীল বক্তৃতা, সুলিলত কন্ঠের তেলাওয়াত, সংগীত ও ছন্দময় আবৃত্তি সকলকে মুগ্ধ করেছে। তিনি কুরআন হাদিসের আলোকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখাতে নিজ নিজ প্রতিভা কাজে লাগানোর আহবান জানান।


     এই বিভাগের আরো খবর