,

নবীগঞ্জের চৌশতপুর মাঠে এমপি মুনিম চৌধুরী বাবু ফুটবল টুর্নামেন্ট ২০১৬ শুরু

জসিম তালুকদার ॥ নবীগঞ্জে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি ফুটবল টুর্নামেন্ট ২০১৬ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামবাসীর আয়োজনে চৌশতপুর মাঠে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ মুরুব্বি মোঃ নজির মিয়া। নিয়ামুল করিম অপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুিনম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা যুব সংহতির আহবায়ক নুরুলামিন পাঠান ফুল মিয়া, মোঃ ইজাজ মিয়া, ইউপি সদস্য উমেদ আলী, মোঃ ফুরুক মিয়া, আব্দুল মুকিত প্রমুখ। খেলায় উপজেলার ১৬টি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় কাজির বাজার স্পোটিং ক্লাব ট্রাইবেকারে নবীগঞ্জ ইউনিাইটেড স্পোটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বাবু বলেন, বিগত দিনে নবীগঞ্জ-বাহুবল থেকে অনেক এমপি নির্বাচিত হয়েছেন সংসদে তারা অবহেলিত নবীগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে পারেননি। তিনি অচিরেই খেলাধুলার বিকাশে চৌশত খেলার মাঠকে মিনি ষ্টেডিয়ামে রুপান্তরিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, নবীগঞ্জের গ্রামীন জনপদের উন্নয়নে কাজ করে যাচ্ছি, স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোয়া লেগেছে।


     এই বিভাগের আরো খবর