,

পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ : নবীগঞ্জের জন্তুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি রাণী দাশকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার জন্তুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতি রাণী দাশকে পিএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে ৫ দিনের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন মৌখিকভাবে এ অব্যাহতির আদেশ দেন। জানা যায়, গতকাল সারাদেশের ন্যায় নবীগঞ্জ শহরের হীরা মিয়া গার্লস হাইস্কুলে পিএসসি পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী শিক্ষিকা শ্রীমতি রাণী দাশ অনুপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র লুকিয়ে ফেলেন। তারপর ওই শিক্ষিকা ওই প্রশ্নপত্রে উত্তর লিখে জনৈক শিক্ষার্থীকে প্রদান করে। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে। পরীক্ষাকালীন সময়ে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র খুঁজেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার সেলিনা পারভীন। খোঁজাখোজির এক পর্যায়ে শ্রীমতি রাণী দাশের ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র পাওয়া যায়। এসময় তাৎক্ষনিকভাবে ট্যাগ অফিসার সেলিনা পারভীন ওই শিক্ষিকাকে পরীক্ষা কেন্দ্র থেকে ৫ দিনের জন্য অব্যাহতি প্রদান করেন। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর