,

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার তরফ উচ্চ বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসীরা। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। স্থগিত করা হয়েছে পাঠদান। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার তরফ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয় শাহ লিটন মিয়া নামের এক ছাত্র। এ ঘটনায় লিটন মিয়াকে কৃতকার্য করে দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল লিটন মিয়া ও তার লোকজন। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যদের অবহিত করেন। বিষয়টি জানতে পেরে লিটন ও তার চাচাতো ভাইয়েরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে গতকাল উল্লেখিত সময়ে লিটনকে কৃতকার্য করতে তার চাচাতো ভাই শাহ উস্তার ও শাহ রায়েল সহ একদল দূর্র্র্বৃত্তরা বিদ্যালয় চলাকালীন সময়ে ক্লাস রুমে প্রবেশ করে জোরপূর্বক লিটনকে কৃতকার্য করতে প্রধান শিক্ষককে হুমকি দেয়। এ সময় তিনি লিটনকে কৃতকার্য না করলে তারা উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এস আই পার্থ রঞ্জন করের নেতৃত্বে একদল পুলিশ হামলা কারীদের গ্রেফতার করতে ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীরা। এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের উপর হামলার ঘটনায় বিদ্যালয়ে পাঠদান স্থগিত করে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেলে হামলা কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর