,

জগন্নাথপুরে দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি ॥ জগন্নাথপুরের সুনু মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৮ম দিবা সিদ্দিক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাটলী ইউনিয়নের এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও কিন্ডার গার্ডেন স্কুলের ৫ম শ্রেণীর ১শ ২১জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম আহমদ। এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা নন্দ কুমার দাসের সভাপতিত্বে ও সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সংস্থা আশা’র জগন্নাথপুরের ম্যানেজার কামাল হোসেন, দৈনিক ইত্তেফাক ও সিলেট সুরমা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সুনু মিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক শেখর আচার্য্য, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শিক্ষানুরাগী ফজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, শিক্ষানুরাগী সাবেক কৃতি ফুটবলার মবশ্বির আলী, শিক্ষানুরাগী বন্দে আলী, আওয়ামীলীগ নেতা মন্তোষ দে প্রমূখ।


     এই বিভাগের আরো খবর