,

নীলকণ্ঠের মতো বিষ পান করে তা হজম করতে পারি: প্রধানমন্ত্রী

সময় ডেস্ক ॥ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি নীলকণ্ঠ। নীলকণ্ঠর মতোই বিষ পান করেও তা হজম করতে পারি। আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সমঝোতা বৈঠকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি একথা বলেন। এসময় সেখানে আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থী ও গতবারের নির্বাচিত স্বতন্ত্র মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন। আগামী মেয়র নির্বাচনে সব ধরনের দ্বন্দ্ব ও বিভেদ ভুলে আইভীকে সমর্থন দেয়ার জন্যে সংসদ সদস্য শামীম ওসমানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ৪০ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, আমার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করা ছাড়াও আইভী আমার মায়ের কবর নিয়েও বাজে মন্তব্য করেছেন। সেগুলো আমি মুখবুজে সহ্য করে নিয়েছি। কিন্তু তিনি যখন আপনাকে উদ্দেশ করে বিরূপ মন্তব্য করেন তখন আমি স্থির থাকতে পারি না। কারণ আমি আসলে হাসিনা লীগ করি। শামীম ওসমানের বক্তব্য শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তুমি মোট ৪০ মিনিট কথা বলেছ। তোমার দীর্ঘ বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। তুমি জেনে রাখ, আমি নীলকণ্ঠ। নীলকণ্ঠর মতোই বিষ পান করেও তা হজম করতে পারি। একপর্যায়ে প্রধানমন্ত্রী তার কপালের ওপর থেকে চুল সরিয়ে ক্ষতচিহ্ন দেখিয়ে বলেন, আমার কপালের এ জায়গাটায় এখনও সেলাইয়ের দাগ আছে। কিন্তু তোমরা জান না এ সেলাইয়ের দাগ যার কারণে পড়েছিল তাকেও আমি বর্তমান মন্ত্রিসভায় রেখেছি। কারণ আমি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করি না। আমি দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি। যেটা করেছিলেন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী এমন আবেগঘন বক্তব্যের সময় গণভবনের বড় বৈঠকখানাজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। উপস্থিত নেতাকর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, রোকন উদ্দীন আহমেদ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির।


     এই বিভাগের আরো খবর