,

জেলা প্রশাসক সাবিনা আলমবানিয়াচঙ্গে যাতে করে বাল্য বিবাহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধের লক্ষে এত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউপি হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও রতœা ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বদীপ কুমার সিংহ, জেলা ইমাম সমিতির সভাপতি মাও: আতাউর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, আবেদ খান, আলী আকবর, নুরুল হক আখঞ্জি, আমিরুল ইসলাম, সাংবাদিক এস.এম সুরুজ আলী, নওয়াব আলী, লাল চান দাশ প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে বিশেষ করে বাল্য বিবাহের কুফল সর্ম্পকে সকলকে সজাগ থাকতে বলেন। কোথাও বাল্য বিবাহ হলে তা প্রতিরোধ করতে হবে। সভা শেষে জেলা প্রশাসক ইউনিয়নের তথ্য সেবাকেন্দ্র ও বলাকীপুর সরকারি প্রাথমিত বিদ্যালয় পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর