,

বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর ॥ আদালতে হাজিরশিল্পপতি রাগীব আলী ভারতে গ্রেফতার

সময় ডেস্ক ॥ সিলেটের সুতারকান্দি সীমান্ত দিয়ে ব্যবসায়ী রাগীব আলীকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করার পর তাকে আদালতে নেয়া হয়েছে। এর আগে ভারতের করিমগঞ্জ সীমান্ত থেকে তাকে বৃহস্পতিবার দুপুরে আটক করে ভারতীয় পুলিশ। ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ার ভিসা নবায়ন করতে বাংলাদেশে আসার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর রাগীব আলী বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় আমি নবায়ন করতে যাচ্ছিলাম। তখনই আমাকে গ্রেফতার করা হয়। আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এ অবস্থায় ভারতে কেন এসেছেন জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, গ্রেফতারী পরোয়ানা হওয়ার ২ দিন আগেই আমি ভারতে এসেছিলাম। আমি অসুস্থ তাই যেতে দেরি হয়েছে। তবে এখনও আমার ২ দিন ভিসার মেয়াদ আছে। আপনি লন্ডন বা অন্য কোন দেশে গেলেন না কেন জানতে চাইলে তিনি বলেন, আমি তো পলাতক না। আমি স্বাভাবিকভাবেই ভারতে এসেছিলাম। জানা গেছে, বুধবার রাতে রাগিব আলী করিমগঞ্জের এসপি প্রদীপ রঞ্জন করের কাছে যান। এসময় তিনি ভারতে ভিসার মেয়াদ আরো ২০ দিন বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু এর আগেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে ভারতীয় পুলিশের কাছে একটি বার্তা পাঠিয়ে বলা হয়েছিলো। রাগীব আলী নামের কেউ ভারতে থাকলে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়। সেই অনুযায়ী পুলিশ তার ভিসার মেয়াদ না বাড়িয়ে তাকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে। বাংলাদেশে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার পর ভারতের পুলিশকে রাগীব আলী সম্পর্কে অবহিত করা হয়। এরই প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিয়ানিবাজার অর্থাৎ ওপারে ভারতের সুতারকান্দি সীমান্ত দিয়ে ব্যবসায়ী রাগীব আলীকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে ভারত।


     এই বিভাগের আরো খবর