,

জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি বলেছেন, জঙ্গী ও মৌলবাদীদের সাথে আতিœয়তার সম্পর্ক না করে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কথিত আলেম নামধারী জঙ্গীর প্ররোচনা থেকে বাচতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার আশেরা উচ্চ বিদ্যালয় মাঠে তথ্য অফিস আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী জনমত গঠন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লুকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান। এমপি আবু জাহির আরো বলেন, এদেশের সহজ সরল লোকদের কোরআন-হাদিস এর অপব্যাখ্যা এবং আখিরাতের ভয় দেখিয়ে ইসলামের নামে জঙ্গী তৎপরতায় উদ্বুদ্ধ করে কিছু পথভ্রষ্ট লোক। সকলকে এসব বিষয়ে সচেতন হতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উল্লাহ, বিশিষ্ট মুরুব্বী, মোঃ রইছ মিয়া চৌধুরী, হাজী ফরিদ মিয়া চৌধুরী, মিয়া ধন মিয়া, সত্তার মিয়া তালুকদার, আহমদ আলী মেম্বার, আব্দুল্লাহ চৌধুরী মেম্বার, আশরাফ আলী মেম্বার, ছনু মিয়া, ওসমান মিয়া, সেলিম মিয়া তালুকদার, এনাম আখঞ্জী, আওলাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস এবং পরিচালনা করেন মাহমুদ মিয়া। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। পরে তথ্য অফিসের ব্যবস্থাপনায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা বিরোধী চলচ্চিত্র এবং সরকারের এ সক্রান্ত কর্মসূচি প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক নারী পুরুষ এবং শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর