,

জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলায় জয় চায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা

সময় ডেস্ক ॥ আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ৬১টি জেলায় জয় পেতে চায় আওয়ামী লীগ। এই জন্য তারা ৬১ জেলার জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও অন্যান্যের সমর্থন দিয়ে তাদের নাম ঘোষণা করেছে। ৬১ জেলায় কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে ৬১ জনকে প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। দলের সমর্থনের বাইরে ও সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলেও কি হবে সেই ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি। তবে এই নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নেই কারণ এই নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে না। যদিও স্থানীয় নেতা কর্মীদের কেন্দ্র থেকে জানানো হয়েছে দল সমর্থন দিয়েছে সেই ভাবে সমর্থন দেওয়ার জন্য। এই নির্বাচন দলীয় ভাবে না হলেও দল থেকে প্রার্থীদের সমর্থন দেওয়া ও নাম ঘোষণা করা হয়েছে। এতে করে এই নির্বাচন নিয়ে এখন নেতারা ও কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, যে কোন দল তাদের দল থেকে প্রার্থীকে সমর্থন দিতে পারে। তবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিত কারণ তারা হিসাব কষে দেখেছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেম্বার এর মধ্যে তাদের প্রতিনিধির সংখ্যার বেশি। এই কারণে তারা নিশ্চিত যে সব জেলায় জয় পাচ্ছে। আর এই অবস্থা বিবেচনা করে এই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপি ইতিবাচক কোন সিদ্ধান্ত নিতে পারেনি। বিএনপি চেয়ারপারসন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের হিসাবে তারা কোন প্রার্থী সমর্থন দিলেও পরাজিত করা হতে পারে। তা জেনেই ওই নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে এটা হলেও তারা বলতে পারছে না যে নির্বাচন সুষ্ঠু হবে না। আবার এই কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে না মনে করে অংশ নিচ্ছে না এমনটিও বলতে পারছে না। কারণ এই কমিশনের অধিনে তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিচ্ছে। আবার সমালোচনা করছে। ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তরফ থেকে চেয়ারম্যান পদে সমর্থিত প্রার্থীদের তালিকায় রয়েছেন, সিলেট বিভাগে যারা সমর্থন পেয়েছেন এরমধ্যে সিলেটে রয়েছেন মোঃ লুৎফর রহমান, হবিগঞ্জে যাঃ মুশফিক হুসেন চৌধুরী, মৌলভীবাজারে আজিজুর রহমান, সুনামগঞ্জে মোঃ এনামুল কবীর ইমন।


     এই বিভাগের আরো খবর