,

নবীগঞ্জের বোয়ালজুর কালী মন্দিরের ভূমি দখলে মরিয়া ভুমিখেকো চক্র : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীগলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তির একর ভূমি আত্মসাতের পায়তারা করছে একটি সংঘবদ্ধ ভূমিখেকো চক্র। আত্মসাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মন্দিরের সেবায়েত রতœা রানী বাদী হয়ে ২০১০সালে স্বত্ত্ব মামলা নং ৫৪ নবীগঞ্জ সহকারী জজ আদালত হবিগঞ্জ এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দীগলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের মৌজা বোয়ালজুর, জে এল নং ৪২ খতিয়ান ৪১ এর দাগ নং ৮০১ এ কালীবাড়ী ৩৩ শতক, দাগ নং ৭৯৯ চারাবাড়ী ২৫ শতক, দাগ নং ৮০৬ লায়ক পতিত ৯ শতক ভূমি দেবোত্তর সম্পত্তি হিসাবে বিদ্যমান রয়েছে। ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তির চারাবাড়ী ও লায়েক পতিত জমিতে একই গ্রামের লেবু মিয়া, শামীম মিয়া, সেলিম মিয়া, জাহাঙ্গীর মিয়া, মোঃ আলমগীর মিয়া, মনির মিয়া গংরা জোরপূর্বক দখল করে আত্মসাত করতে মরিয়া হয়ে উঠেছে। ঐ ভূমি দখলকারী চক্র ইতিমধ্যে ঐ মন্দিরের জমিতে জোর পূর্বক দখল করে ধান রোপনের চেষ্টা করে আসছে। মন্দিরের সেবায়েত রতœ রানী দেব বার বার জমি দখলকারীদের বাধা দিলেও তারা দখলকাজে মরিয়া হয়ে উঠেছে। এমনকি রতœা রানীকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে এ প্রতিনিধিকে জানান রতœা রানী দেব। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন রতœা রানী ও তার পরিবারের লোকজন। এভাবে আদালতে মামলা চলমান থাকা সত্ত্ব্ওে স্থানীয় প্রভাবশালীরা জোর পূর্বক দখল নিয়ে এলাকার হিন্দু জনসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর