,

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে জেলা পরিষদ নির্বাচনের রির্টারনিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা আলম নিকট এ মনোনয়নপত্র জমা দেন। এর পূর্বে মুশফিক হুসেন চৌধুরীর সমর্থনে জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে সমবেত হন। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি চেয়াম্যান শেখ সামছুল হক, জেলা আওয়ামলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মাসুম মোল্লা, এডঃ সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মোঃ আহাদ মিয়া, আনোয়ার হোসেন, শেখ কামাল, তাজ উদ্দিন, ফয়সল মোল্লা, নজরুল ইসলাম, শেখ মোক্তার হোসেন বেনু, জাবেদুল আলম চৌধুরী সাজু, রজব আলী, আবু সাঈদ এওলা মিয়া, আবু সিদ্দিক, আশিক মিয়া, শওকত আরেফিন চৌধুরী সেলিম, হাবিবুর রহমান, এরশাদ আলী, নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনীত করায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী দলের নিবেদিত প্রাণ। তিনি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। দলে তার ভূমিকা অনিস্বকার্য। তারা বলেন, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আলোচনা সভা শেষে জনপ্রনিধিরা শহরে একটি আনন্দ মিছিল বের করেন।


     এই বিভাগের আরো খবর