,

দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে -উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার সাংবাদিক উন্নয়ন সংগঠন ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম এমসির আয়োজনে এবং হবিগঞ্জ স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় সরকারের উন্নয়নে ডিজিটাল সেন্টার সংলাপ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক তরফবার্তা সম্পাদক মোঃ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহামান, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম এমসির আঞ্চলিক ম্যানেজার মোঃ হাবিবুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, ৮নং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোক্তদির আহমদ চৌধুরী, ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, এমএমসির সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ ও দৈনিক সমকাল নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ, পৌর কাউন্সিলর এটি এম সালাম, দৈনিক মানবজমিন বাহুবল প্রতিনিধি নুরুল ইসলাম মনি, ইউনিয়ন উদ্যোক্তা মোঃ নজমুল ইসলাম, উদ্যোক্তা মোঃ আব্দুল ওয়াহিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময়’র প্রকাশক ও বার্তা সম্পাদক সেলিম তালুকদার, হবিগঞ্জ জেলা স্থানীয় সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মামুন চৌধুরী কাওছার, দৈনিক যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজ মিয়া প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এম এমসির কর্মকর্তা চম্পা পাল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, দেশ এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে, ঘরে বসেই এখন আমরা সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। বর্তমান সরকারের ভিশন-২০২১ সফল করতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ আজ অর্থনেতিক সমৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষাসহ সর্বক্ষেত্রে বিশ্বের কাছে স্বাবলম্বী হয়ে উঠছে। এই তার ধারাবাহিতকতা অব্যাহত রাখতে বেকারত্ব দূর করে সবাইকে কর্মক্ষম করে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান বলেন, দেশের স্থানীয় সরকার শক্তিশালী না হলে উন্নয়ন সম্ভব নয়। অবাধ তথ্য প্রবাহের যোগে সবাইকে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। ইউনিয়ন পরিষদ শুধু জন্ম নিবন্ধন আর মৃত্যু নিবন্ধন এন্টি মুলক কাজ করলে হবে না সকল ধরনের তথ্যসেবা মূলক কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।


     এই বিভাগের আরো খবর