,

জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালন কমিটিতে বহিরাগতদের নাম অন্তর্ভূক্ত করায় জনমনে প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালনের লক্ষ্যে পরিচালনা কমিটির নেতৃত্বে গঠিত বিভিন্ন উপ-কমিটিতে জে,কে স্কুলের ছাত্রছাড়া বহিরাগতদের নাম অন্তর্ভূক্ত করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি আলোচনায় এসেছে। জানাযায়, নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালনের লক্ষ্যে পরিচালনা কমিটির নেতৃত্বে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। কিন্তু গঠিত পূর্বের কমিটিতে ওই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোন শিক্ষার্থীর নাম অন্তর্ভূক্ত করা না হলেও গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারন সভায় বিভিন্ন উপ-কমিটিতে কিছু সংখ্যক বহিরাগতদের নাম অন্তভূক্ত করা হলে এ নিয়ে প্রাক্তন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর