,

নবীগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কর্তন!

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে রাতের আধারে সরকারী জায়গা হইতে বিদেশী প্রজাতির পুরাতন ১টি গাছ কর্তন করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালীরা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা এলজিইডি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন। সূত্রে জানাযায়, গত ৬ ডিসেম্বর রাতের আধারে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের প্রভাবশালী সিরাজুল ইসলাম ও তার লোকেরা কামারগাও সাইনবোর্ড দূর্গাপুর সড়কের আমিনী মসজিদের পাশে সরকারী জায়গা হইতে বহু পুরাতন বিদেশী প্রজাতির একটি গাছ কর্তন করেন। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা। গ্রামবাসী সরকারী জায়গা হইতে গাছ কাটতে বাধা দিলে তিনি তা কর্ণপাত করেন নি। গত বুধবার গ্রামবাসী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সিরাজুল ইসলাম এর পূর্বেও আরো একাধিকবার এভাবে বিভিন্ন স্থান থেকে সরকারী গাছ কর্তন করে নিয়ে গেছেন বলে গ্রামবাসীর সাথে আলাপকালে তারা জানিয়েছেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এল.জি.ই.ডি কর্মকর্তা সৈয়দুর রহমানের সাথে মোবাইল যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতের আধারে সরকারী গাছ কর্তনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পেয়েছি।


     এই বিভাগের আরো খবর